Tuesday, May 17, 2016

১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাযুক্ত সনি এক্সপেরিয়া এক্সএ আল্ট্রা উন্মোচিত

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কেন আছেন সবাই, আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা যাতে ভালো থাকেন সেই কাম না করে আজকের টিউন লেখা শুরু করছি। কাজের কথায় আসি৷
সনি এক্সপেরিয়া এক্সএ আল্টা স্মার্টফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং অটোফোকাস সনি এক্সমোর আর ক্যামেরা। এক্সপেরিয়া এক্সএ’র ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লের আপগ্রেড হিসেবে সনি এক্সপেরিয়া এক্সএ আল্ট্রাতে ৬-ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে থাকবে।
এক্সপেরিয়া এক্স সিরিজের চতুর্থ ফোন হিসেবে এক্সপেরিয়া এক্সএ আল্ট্রা জনসম্মুখে উন্মোচিত করল সনি। জাপানী টেক ফার্মটি এ বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এক্সপেরিয়া এক্স, এক্সএ এবং এক্সএ পারফরম্যান্স স্মার্টফোনত্রয় জনসম্মুখে উন্মোচন করেছিল। প্রতিষ্ঠানটির গ্লোবাল ওয়েবসাইটে সনি এক্সপেরিয়া এক্সএ আল্ট্রা তালিকাভুক্ত হলেও এর বিক্রয়মূল্য এবং এটি কবে নাগাদ বাজারে ছাড়া হবে তা জানায়নি সনি।
ডিভাইসটি সিঙ্গেল এবং ডুয়াল সিম ভ্যারিয়েন্টে বাজারে আনবে সনি। এক্সপেরিয়া এক্সএ’র আপগ্রেডেড মডেল হিসেবে বাজারে আসছে সনি এক্সপেরিয়া এক্সএ আল্ট্রা স্মার্টফোনটি। নতুন স্মার্টফোনটি উচ্চতর রেজ্যুলেশনসহ অপেক্ষাকৃত বড় ডিসপ্লে এবং আরও রম ও ক্যামেরা ফ্রন্ট নিয়ে বাজারে আসবে। তবে উভয় হ্যান্ডসেডটি ভিন্ন প্রসেসর ও ব্যটারীতে বাজারে আসবে।
সনি এক্সপেরিয়া এক্সএ আল্টা স্মার্টফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং অটোফোকাস সনি এক্সমোর আর ক্যামেরা। এক্সপেরিয়া এক্সএ’র ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লের আপগ্রেড হিসেবে সনি এক্সপেরিয়া এক্সএ আল্ট্রাতে ৬-ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে থাকবে। সনি মোবাইল ব্রাভিয়া ইঞ্জিন ২ টেক প্রযুক্তি যুক্ত হবে ডিসপ্লেতে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি১০ প্রসেসর এবং ৩জিবি র্যাম এবং মেইল জিপিইউতে চলবে। ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরার সাথে ফোনটির পিছনে আছে ২১.৫ মেগাপিক্সেল এক্সমোর আরএস অটোফোকাস রিয়ার ক্যামেরা। স্টোরেজের দিক থেকে ফোনটিতে আছে ১৬জিবি ইনবিল্ট স্টোরেজ, তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২০০জিবি পর্যন্ত স্টোরেজ ব্যবহার করা যাবে।
সনি এক্সপেরিয়া এক্সএ’তে নিম্মমানের ২৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী থাকলেও নতুন এক্সপেরিয়া এক্স এ আল্ট্রাতে থাকবে ২৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী। এটি জিপিএস, এ-জিপিএস, ৪জি, এলটিই, ব্লুটুথ ভি৪.১, ওয়াই-ফাই, এনএফসি, ডিএলএনএ এবং মাইক্রো ইউএসবি কানেক্টিভিটি সমর্থণ করে। স্মার্টফোনটি কালো, সাদা এবং সোনালী রঙে পাওয়া যাবে।